হাটহাজারীতে পুকুরে ডুবে মো. তানভীর নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২০ অক্টোবর) সকালে হাটহাজারী পৌরসদরের ৪নং ওয়ার্ড আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ওই গ্রামের নুরুল আলম মেম্বারের বাড়ির মো. হোসেন আলী প্রকাশ জুনুর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তানভীরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তানভীর বাইরে খেলছিল। কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরে তানভীরকে ভাসতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।