নগরীর খুলশীতে চাঁন মিয়া হাওলাদার (৪০) নামে রেলওয়ের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সেগুন বাগান ক্যান্টিন গেট এলাকার কাঠের বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া মাদারীপুর জেলার সদর থানার আবদুল মোতালেব হাওলাদারের সন্তান। তিনি চার ছেলে-মেয়ের জনক এবং দীর্ঘদিন ঘরে সেগুন বাগান ৩নং লেইনে বসবাস করে আসছিলেন।
নিহত চাঁন মিয়ার ভাগিনা মুজাহিদ হাওলাদার আজাদীকে বলেন, মামা রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। সরকারি কাজে তিনি ক্যান্টিন গেটে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় মামাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চারটার পর চাঁন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।