কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টিতে কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে এবার বেশি পরিমাণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বিপুল সংখ্যক পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে আহবান জানানো হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপজেলার ওয়াগ্‌গা, ঢাকাইয়া কলোনি, চিৎমরম, রাইখালী ও চন্দ্রঘোনার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরতদের নিরাপদে স্থানে বসবাস করার আহ্বান জানান।
জানা গেছে, কাপ্তাই ঢাকাইয়া কলোনিতেই প্রায় এক হাজার পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে। কাপ্তাই সড়কের নিচে কাপ্তাই লগগেট, চিৎমরম, ব্যাঙছড়ি, শিলছড়ি, বরইছড়ি ও রাইখালীতে বিপুল সংখ্যক পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে ।
তাদের জন্য কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে আপাতত আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, পাহাড়ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানেই বেশি। তাই বিপর্যয় ঘটার আগেই মানুষকে নিরাপদস্থানে সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধখুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে রেল কর্মচারীর মৃত্যু