খুলশীতে পানির তীব্র অভাব

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত আবাসিক এলাকা খুলশীতে বেশ কিছুদিন ধরে পানির তীব্র অভাব দেখা দিয়েছে। ওয়াসার পানি সরবরাহ না থাকায় এলাকার বহু বাসা বাড়ির লোকজন প্রাত্যহিক কাজও সারতে পারছে না। অনেকে পানি কিনে এনে কর্ম সারছে। কেউবা বাসা ছেড়ে আত্মীয়ের বাড়িতে চলে গেছে। তবে ওয়াসার দাবি পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

রোজার মধ্যে এই অভাব প্রকট হয়ে উঠেছে। দুই নম্বর রোডের বাসিন্দা, খুলশী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট আলহাজ্ব মু. শামসুল আলম জানান, গত কয়েকদিন ধরে পানি নেই। প্রতিদিনই পানি কিনে প্রয়োজন সারতে হচ্ছে। ওয়াসা থেকে পানি ভর্তি গাড়ি পেতেও যথেষ্ট বেগ পেতে হয় বলে তিনি উল্লেখ করেন। খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদ উল্ল্যাহ বলেন, খুলশীতে পানির অভাব চলছে অনেকদিন ধরে। আমার এ্যাপার্টমেন্টে পানি পাচ্ছিলাম না। বিরক্ত হয়ে বাসা ফেলে রেখে আমি অন্যত্র বাসা নিয়ে চলে এসেছি।

বিষয়টি নিয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, পানির কোনও সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলিফিশের পর এবার সৈকতে ভেসে এলো মরা ডলফিন
পরবর্তী নিবন্ধপ্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা