খুলশীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশীতে নির্মাণাধীন ভবনে কাজ করা সময় ৪র্থ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ আরিফ (২০)।

তিনি ভোলা জেলার চরফেশন থানার আব্দুল্লাপুরের মো. আলীর পুত্র। নিহত আরিফ অস্থায়ীভাবে পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভাড়া বাসায় থাকতো।

নিহত মো. আরিফের সহকর্মী মো. মেহরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর আমিন সেন্টারে পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করা সময় হঠাত ৪র্থ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় মো. আরিফ। আমরা তাকে উদ্ধার করে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রশিক্ষণ নিয়ে মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম
পরবর্তী নিবন্ধকাস্টমসে লিখিত পরীক্ষায় জালিয়াতি, মৌখিকে ধরা ২৩ জন