রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। দখলমুক্ত করা হয়েছে রেলওয়ের দশমিক ৭ একর জায়গা। গতকাল মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এতে চারজন দখলদারের কাছ থেকে এ জায়গা দখলমুক্ত করে রেলওয়ে।
মাহবুব উল করিম দৈনিক আজাদীকে জানান, রেল থেকে জলাশয়ের জন্য লিজ নিয়ে এক ব্যক্তি বাণিজ্যিকভাবে গ্যারেজ করার খবর পেয়ে আমরা এর আগে অভিযান চালিয়ে গ্যারেজটি গুড়িয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আবার অস্থায়ীভাবে গ্যারেজটি চালু করার খবর পেয়ে আজ (গতকাল) আমরা আবার অভিযান শুরু করেছি। সেখানে অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, যেখানে রেলওয়ের জায়গা দখল করা হবে সেখানেই আমাদের এ অভিযান পরিচালিত হবে।