খুব ভালোবাসি

শিউলী নাথ | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

আজও আমি নির্দ্ধিধায় বলতে পারি

ভালোবাসি, খুব ভালোবাসি।

নির্মোহতার প্রলেপ মেখে,

গভীর জীবনবোধের দর্শনে,

প্রখর সূর্যের দৃপ্ত আভায়,

স্নিগ্ধ চাঁদের কোমল স্পর্শে,

নরম মাটির সবুজ আস্তরণে,

তোমাকেই ভালোবাসি।

নিস্তব্ধ মায়াবী সন্ধ্যায়

নির্জন গৃহকোণে বিস্বাদ

ফেনিল কফির ধোঁয়ায়,

আবারও বলছিভালোবাসি,

খুব ভালোবাসি!

পূর্ববর্তী নিবন্ধচেনা লোকের অচেনা দৃষ্টিকোণ
পরবর্তী নিবন্ধচেতনার রঙে