চেনা লোকের অচেনা দৃষ্টিকোণ

অনোমা বড়ুয়া | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

শুনে যাও

প্রভাতে তোমার স্নিগ্ধতায় যখন

চারপাশ মুখরিত,

মনে হয় যেন আমিই প্রথম প্রহরের পাখি,

যে পাখির ঠোঁটে লেগে থাকা প্রথম ডাকটি তোমায় ছুঁয়ে যায়।

শুনে যাও

সকালের গরম চায়ের কাপে যখন তোমার স্পর্শ পাই,

ইচ্ছে হয় এই স্পর্শটুকু বুক পকেটে জমা রাখি।

দুপুরের তীব্র রোদের তাপে

যখন উদ্যম হারিয়ে ক্লান্তির ডাক আসে

কেবল শুধু তোমায় পড়ে মনে,

আমার ক্লান্ত দুপুরের স্নিগ্ধ সূর্যমুখীটি।

রাত যত গভীর হয়, স্মৃতিগুলো

মনের চিলেকোঠা থেকে বেরিয়ে আসে।

এই স্নিগ্ধতা,স্পর্শগুলো বারবার উঁকি দেয়

ইচ্ছে হয় স্মৃতিটুকু বিসর্জন দিই।

আজ তুমি আমার কাছে কুয়াশা মাত্র,

আলোকপাত করা যায়,

মুঠোয় ধরে রাখা যায়না।

খুব চেনা কিনা..!

আজতো অচেনাই লাগে।

পূর্ববর্তী নিবন্ধগগনেন্দ্রনাথ ঠাকুর : আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধখুব ভালোবাসি