খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজাদী ডেস্ক | বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও তার অঙ্গসংগঠন। এ সময় বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রীও।
মহানগর বিএনপি : গতকাল দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
এছাড়া কারাবন্দী ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মাহবুবুল আলম, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, মনজুর আলম চৌধুরী, কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা শামসুল আলম (ডক) ও থানা বিএনপি সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন।
আরো অংশ নেন মো. সালাউদ্দীন, মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, আবদুল কাদের জসিম, রোকন উদ্দীন মাহমুদ, আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, কাজী শামসুল আলম, রফিক উদ্দীন চৌধুরী, হুমায়ুন কবির সোহেল, ফারক আহমেদ, মো. আসলাম, মো. আজম, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান উসমান চৌধুরী, আবু সাহেদ হারুন, আবু ফয়েজ, গিয়াস উদ্দীন ভূঁইয়া, জাকির হোসেন, মো. সালাউদ্দীন, সৈয়দ মো. উসমান, সাহাবুদ্দীন সাবু, মোজাম্মেল হক হাসান, আবদুল হালিম, এম এ নাছের, আসাদুর রহমান টিপু প্রমুখ।
৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকার তিন বছর ধরে তাকে বন্দী রেখেছে। আজ তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবরে দলের নেতাকর্মীসহ সারা দেশবাসী মর্মাহত।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, আব্দুল আজিজ, নুর আলম, মুহাম্মদ হাসান লিটন, হাজী নাছির উদ্দিন, হাজী ইলিয়াস শেকু, শওকত আলী, হাজী মো. আইয়ুব, ম. হামিদ, গোলজার হোসেন, হাজী আবুল বাশার, ফজল আজিম মাসুম, হাজী মহিউদ্দিন মনি, মঞ্জুর আলম, আবু বক্কর রাজু, ফরিদুল আলম, মো. আলম, মনছুর আলম, মো. ইসকান্দর, দিদারুল আলম, মো. সেলিম, মো. করিম, আব্দুল নবী, সাজিদ হাসান রনি, সিরাজুল ইসলাম ইকবাল, আব্দুর রশিদ, মো. ছগির, শহীদুল ইসলাম, দিদারুল আলম, মো. রাসু, মো. আনোয়ার, সাদ্দাম হোসেন, আব্দুল আজিজ, মো. রাশেদ, আনিসুর রহমান, সাইদুল ইসলাম ইমন, মো. আজম প্রমুখ।
চাঁন্দগাও থানা ছাত্রদল : চাঁন্দগাও থানা ছাত্রদলের উদ্যোগে গতকাল বাদ আসর মোহরা দেওনাত খান চৌধুরী এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন এতিমখানার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ। এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়াজ মোরশেদ খান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, চাঁন্দগাও থানা ছাত্রদল নেতা হাসান রুহানী, ওয়ার্ড ছাত্রদল নেতা মনিরুল ইসলাম রহিম, মো. বাপ্পী, মো. জাহেদ, মো. জিহাদ প্রমুখ।
কোতোয়ালী থানা ছাত্রদল : খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করেছে কোতোয়ালী থানা ছাত্রদল। থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের সভাপতিত্বে এবং শহীদুল্লাহ্‌ রনির সঞ্চালনায় আবু সৈয়দ দোভাষ মসজিদে মাহফিল শেষে প্রায় ৫শ মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, আবদুর রাজ্জাক, আসাদুর রহমান টিপু, মেসবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, সাইফুল আলম দিপু, ইকবাল শরীফ, সৌরভ প্রিয় পাল, মো. আরিফ সোহেল, মঈনউদ্দিন খান রাজীব, সাইফুল ইসলাম, মো. সাকিব, আহমেদুল ইসলাম সাদ, আরমুন, রিফাত হোসেন, মাঈনুদ্দিন মারুফ প্রমুখ।
বন্দর থানা ছাত্রদল : গতকাল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করে বন্দর থানা ছাত্রদল। ৩৮ নং ওয়ার্ডের কলসি দীঘি এলাকায় অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন নগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, বন্দর থানা ছাত্রদল নেতা আবু রায়হান চৌধুরী, মো. ইমরান, আবু শাকিল, খুরশিদ মালিক, শফিকুল ইসলাম লিটন, মো. নাঈম, মো. আরজু, ইন্তেখাব হোসেন ইন্তু, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ বাপ্পি, সোহেল ও জসিম।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মোনাজাত করেন মৌলানা আবুল হোসেন।
আলোচনায় অংশ নেন বাঁশখালী বিএনপির আহ্বায়ক (একাংশ) ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সদস্য সচিব (একাংশ) শাহাদাত হোসেন আজগর, হাজী ছাবের আহমদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বখতেয়ার উদ্দিন, বদিউল আলম, মুহাম্মদ মহিউদ্দিন, ফরহাদুল ইসলাম, বেলাল উদ্দিন চৌধুরী, সরল ইউপি ছাত্রদলের সভাপতি মুহাম্মদ কাশেম, জাহেদ, নুর মোহাম্মদ প্রমুখ।
৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি : ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা এবং কারাবন্দী বিএনপি নেতাদের কারামুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত স্টিলমিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, থানা বিএনপির সহ সভাপতি আবু ছিদ্দিক, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস, ৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সফি, ৪০ নম্বর সাধারণ সম্পাদক মনজুর কাদের ও ৪০ এবং ৪১ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমিশন হিউমেনিটির ত্রাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমানবিক সহায়তায় এগিয়ে আসুন