খালেদা জিয়ার মাগফেরাত কামনায় প্রিমিয়ার ভার্সিটিতে দোয়া মাহফিল

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল শুক্রবার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, মো. রকিবুল হোসেন, লাইব্রেরিয়ান মো. কাউসার আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রদূত, দেশনেত্রী, স্বাধিকার সংগ্রামের অনন্য প্রতীক ও জনগণের বলিষ্ঠ নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি তিনতিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল প্রতিশ্রুতি বাংলাদেশে গণতন্ত্রের ধারণাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক ভূমিকা রেখেছে। জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার ও গণতান্ত্রিক আদর্শের স্থাপনায় তাঁর অবদান অম্লান ও স্মরণীয়। তিনি একদিকে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বপ্ন বুনেছিলেন, অন্যদিকে দেখিয়েছিলেনএদেশের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসা, জনগণের প্রতি দুঃখী হৃদয়ের সহানুভূতি এবং নেতৃত্ব প্রদানের অদম্য উৎসাহ। এসব চিরকাল আমাদের জাতির সংগ্রামী ইতিহাসে লেখা থাকবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তাঁর প্রতি দেশবাসীর যেশ্রদ্ধা এবং ভালোবাসা, তা যেন অটুট ও অবিচল থাকে। প্রিয় নেত্রীর স্মৃতি ও অসামান্য অবদান সদা আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র ৪০ বছর পূর্তি উৎসব সমাপনী দিনে পুরস্কার প্রদান ও আবৃত্তি পরিবেশনা
পরবর্তী নিবন্ধরাউজানে দেশীয় পাইপগান উদ্ধার