খালেদা জিয়ার তিন আসনে ভোটের কার্যক্রম চলবে : ইসি

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মৃত্যুতে সেসব আসনে ভোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ফেনী, বগুড়া৭ ও দিনাজপুর৩ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়েছে, যা ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে দুই দোকান ও বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা