বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। গতকাল সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপি নেত্রীর বাসা দফিরোজা’য় এই সাক্ষাৎ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত ম্যাডামের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজ–খবর নিয়েছেন। ম্যাডাম কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন সে বিষয়ে কথা বলেছেন। সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান বিএনপি নেতা। ছাত্র–জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি নেত্রী। খবর বিডিনিউজের।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়। তবে ২০২০ সালের মার্চে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে তিনি ফিরোজায় ফেরেন। এরপর থেকে সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ছিল। বিএনপি নেত্রী মুক্তি পাওয়ার পরের মাসে ৫ সেপ্টেম্বর ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় এসেছিলেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেয়ে সেনানিবাসে যান সাবেক প্রধানমন্ত্রী। সেদিন সেনাবাহিনীর প্রটোকল পাহারায় তাকে ফিরোজা থেকে নিয়ে যাওয়া হয়, আয়োজন শেষে একইভাবে আবার বাসায় ফিরিয়ে আনা হয়।