খালেদাকে বিদেশ না পাঠালে আরো কঠিন কর্মসূচি আসতে পারে : খসরু

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে ‘কঠিন কর্মসূচি’ নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষায়, খালেদা জিয়ার ‘চিকিৎসা না করে’ সরকার সজ্ঞানে এবং জেনেশুনে তাকে ‘মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’। সরকারের উদ্দেশে এ বিএনপি নেতা বলেছেন, স্পষ্ট ভাষায় বলছি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠিয়ে উনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না।

আমাদের ১৯ তারিখ (আগস্ট) একটি প্রতিবাদ কর্মসূচি আছে। পরে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে। খবর বিডিনিউজের।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন এবং তার আরোগ্য কামনায় গতকাল বুধবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানেই সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির খসরু। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ও ভোটাধিকার ‘ফিরিয়ে আনতে’ খালেদা জিয়াকে বাঁচাতে হবে। আজকে সমস্ত জাতি আমরা সেই পথে চলছি। ইনশাল্লাহ আমি নিশ্চিত, আমরা দেশনেত্রীকে মুক্ত করব, চিকিৎসা করে উনি আবার রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন, লক্ষকোটি জনতা সেজন্য প্রস্তুত আছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে খসরু বলেন, কারাগারে পাঠিয়ে আজকে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের মনে অনেক সন্দেহ আছে। আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে।

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে ‘দেশের বাইরের কিছু মানুষও’ চিন্তিত বলে জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, উনাকে সুস্থ করার জন্য বাংলাদেশের মানুষ ছাড়াও দেশের বাইরে কিছু মানুষের চিন্তা আছে। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে অনেক চিঠিপত্রের মাধ্যমে বলেছেন উনার চিকিৎসা করানোর জন্য। কিন্তু তারা (সরকার) খালেদা জিয়ার চিকিৎসা করতে দেবে না। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলামসহ অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী মাহফিলে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় ৫ মামলা, আসামি ৫৭৭৭ জন
পরবর্তী নিবন্ধভুল ধারণায় অনিশ্চিত হতে পারে জিপিএ-৫ প্রাপ্তদের ভর্তি!