আগামীতে ভোট চোরদের রুখে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশ এমন এক প্রেক্ষাপটে উপনীত হয়েছে যেখানে কোনো গণতন্ত্র নেই। সরকার ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে এখনো পরিপূর্ণ মুক্তি দেয়নি। তিনি এখন মারাত্মক অসুস্থ। সংবিধানে যেখানে সবার চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে, সেখানে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে সরকার।
‘গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টায় মানববন্ধন শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগে থেকে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগ দেয় নেতাকর্মীরা। এক পর্যায়ে সেটা জনসমাবেশে রূপ নেয়। ৩টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থলে আসেন আমীর খসরু। এর কিছুক্ষণ পর পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে ফুটপাতে সরিয়ে দিতে চাইলে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ। তখন পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারো বিএনপি কর্মীরা জড়ো হয়। এরপর আমীর খসরুর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় মানববন্ধন। আমীর খসরু বলেন, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশের আত্মাকে তাদের কাছ থেকে মুক্ত করতে হবে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএপি নেতা এম এ আজিজ, মো. মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী
বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, এরশাদ উল্লাহ, হারুন জামান, মাহবুবুল আলম, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দিন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, জামাল হোসেন, এইচ এম রাশেদ খান, সাইফুল আলম, শরীফুল ইসলাম তুহীন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম।