দ্য চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন বাতিলের খারিজ করা রায়ের বিরুদ্ধে আপিল করেও হারলেন সভাপতি পদে পরাজিত মোহাম্মদ মোরশেদ আহমেদ মঞ্জু, সহ–সভাপতি পদে পরাজিত গোলাম কাদের নোবেল, ট্রেজারার পদে পরাজিত শহীদুল ইসলাম। ইতোপূর্বে করা বিরোধ মামলায় হারার পর আপিল করলে সেখানেও হেরে যান তারা। সোসাইটির নির্বাচন অবৈধ ঘোষণা, পুনঃনির্বাচন পরিচালনা এবং উত্থাপিত অভিযোগের পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করার আবেদন জানিয়ে ইতোপূর্বে তারা জেলা সমবায় অফিসার কার্যালয়ে বিরোধ মামলা দায়ের করেন। উক্ত বিরোধ মামলার সাক্ষী–প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ব্যালট পেপারসহ নির্বাচনী কাগজপত্র যাচাই বাছাই শেষে আবেদনগুলোর কোনো ভিত্তি না থাকায় সেগুলো খারিজ করে দেয়া হয়েছিল। গত ২৪ জুন বিভাগীয় সমবায় অধিদপ্তরের উপ–নিবন্ধক (বিচার) জ্ঞানেন্দু বিকাশ চাকমা তাদের মামলা খারিজ করে দিয়ে রায় প্রদান করেন। এর আগে ওই নির্বাচনের ফলাফল বাতিলের জন্য মন্ত্রণালয়ে করা একটি আবেদনও তদন্ত শেষে খারিজ করা হয়েছে। এই নিয়ে টানা তিন দফা পরাজিত হলেন নির্বাচনে পরাজিত প্রার্থীরা।
সূত্র জানিয়েছে, জেলা সমবায় অফিসারের খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন। এতে জেলা সমবায় অফিসার মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সোসাইটির নির্বাচন কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, সদস্য বিজয় কৃষ্ণ নাথ, সদস্য মমতাজ বেগম, অন্তবর্তী কমিটির সভাপতি কানিজ ফাতেমা, সদস্য মোহাম্মদ শফিউল আলম, সদস্য হৈমন্তী দাশ গুপ্তা, সদস্য সুমন কুমার বিশ্বাস, শাহ এরফানুল হক, মোহাম্মদ আমীর হোসাইন এবং দ্য চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেককে মূল বিবাদী করা হয়। পৃথক তিনটি আরজিতে সভাপতি পদে বিজয়ী ওয়াহিদ মালেক, সহ–সভাপতি পদে বিজয়ী দিলরুবা আহমেদ এবং ট্রেজারার পদে বিজয়ী ডা. তৈয়ব সিকদারকে মোকাবেলা বিবাদী করা হয়।
বিরোধ মামলাগুলোর ব্যাপারে জেলা সমবায় অফিসার ও আরবিট্রেটর বিস্তারিত তথ্য–উপাত্ত বিচার বিশ্লেষণ, নির্বাচন কমিটির লিখিত বক্তব্য গ্রহণ, ভোটার তালিকা, নির্বাচনী ব্যালট পেপার, সিসিটিভি ফুটেজসহ আনুষাঙ্গিক কাগজপত্র যাছাই বাছাই করে গত ২৪ জুন সব অভিযোগ খারিজ করে রায় প্রদান করেন।
জেলা সমবায় অফিসারের কার্যালয়ের রায়/এওয়ার্ডে সংক্ষুব্ধ হয়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আপিল আবেদনটি ন্যায় বিচারের স্বার্থে ও সঠিকতা যাচাইয়ের নিমিত্ত শুনানি শেষে আমলে নেন বিভাগীয় সমবায় অধিদপ্তরের উপ–নিবন্ধক (বিচার)।
আপিল মামলার শুনানিতে আপিলকারীদের আর্জি ও আর্জির প্রেক্ষিতে বিবাদী ও প্রতিপক্ষগণের লিখিত জবাব ও সংযুক্ত রেকর্ডপত্র এবং শুনানিকালে পক্ষগণ কর্তৃক প্রদত্ত বাচনিক বক্তব্য সমূহ পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা শেষে উল্লেখ করা হয় যে, গত ২৪ জুন মূলে প্রচারিত রায়/এওয়ার্ড যথাযথ ও আইনানুগ মর্মে বিবেচিত হওয়ায় দাখিলকৃত আপিল খারিজযোগ্য।
বিভাগীয় সমবায় অধিদপ্তরের উপ–নিবন্ধক (বিচার) জ্ঞানেন্দু বিকাশ চাকমা গত ৯ অক্টোবর প্রদত্ত রায়ে আবেদনগুলো খারিজ করে দেন। এতে করে দ্য চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন বাতিলের খারিজ করা আবেদনের বিরুদ্ধে আপিল করেও হেরে গেলেন তারা।












