হতদরিদ্র ও এতিমদের মাঝে ১৫ দিনব্যাপী খাবার বিতরণ প্রোগ্রাম শুরু করেছে মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেলের উদ্যোগে গতকাল নগরীর শাহ আমানত এতিমখানা ও হেফজখানার ৭৭ জন ছাত্রকে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ভার্সিটির সাবেক রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন লায়নস ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি লায়ন আবু নাসের রনি, সাংবাদিক আবু তালেব বেলাল। মিলাদ ও আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা নুরুল আবছার আল কাদেরী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মাওলানা রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন চিশতি, মওলানা আবছার মির্জাখীলি, হাফেজ জামাল উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ৫টি এতিমখানা ও ১০টি স্পটে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত খাবার বিতরণ কর্মসূচি চলামান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।