খাবারের খোঁজে এসে ঝুঁকিতে বন্যহাতি

১৬ ঘণ্টা পর ফেরানো হলো বনে

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ মে, ২০২১ at ৯:৩৭ পূর্বাহ্ণ

খাবারের খোঁজে এসে ঝুঁকির মুখে পড়া একটি বন্যহাতিকে ১৬ ঘণ্টা পর বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আটকা পড়েছিল হাতিটি। পরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বনবিভাগ ও জনপ্রতিনিধিদের চেষ্টায় হাতিটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, গতকাল ভোরের দিকে থাইংখালীর ১৩ নং তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে হাতিটিকে দেখতে পায় স্থানীয় ও রোহিঙ্গারা। সকালের দিকে এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন হাতিটি দেখতে ভিড় করে। এ সময় পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে খবর দেয় স্থানীয়রা। তিনি হাতিটির নিরাপত্তার ব্যবস্থা করেন। অপরদিকে দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থলে আসতে বিলম্ব হওয়ার সুযোগে জড়ো হওয়া কয়েকজন রোহিঙ্গা হাতিটিকে ঢিল ছুড়ে উত্ত্যক্ত করার চেষ্টা করে। পরে বেলা ১১টার দিকে উখিয়া ইউএনও নাজিম উদ্দীন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন, বন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, অগ্নিনির্বাপক দলসহ ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয় তাজনিমারখোলা গ্রামের বৃদ্ধ সুলতান আহমদ বলেন, যেখানে বন্য হাতিসহ অন্যান্য প্রাণীর আবাস ও বিচরণস্থল ছিল সেখানে রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলা হয়েছে। ফলে নিরাপদ আবাস, বিচরণ ক্ষেত্র ও খাদ্য সংকটের কবলে পড়েছে বন্য প্রাণীগুলো। ক্ষুধার তাড়নায় মাঝে মধ্যে ৫-৭টি হাতি দলবেঁধে লোকালয়ে চলে আসে।
স্থানীয় কামাল উদ্দিন বলেন, সোমবার রাতে ৫-৭টি বন্যহাতি লোকালয়ের কাছাকাছি খাদ্যের সন্ধানে এসেছিল। এর মধ্যে একটি হাতি দলছুট হয়ে যায়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বন্যহাতিটি পথ হারিয়ে ফেলেছিল। রাত ৮টার দিকে হাতিটিকে তার আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কিত বক্তা আমির হামজা রিমান্ডে
পরবর্তী নিবন্ধমুফতি হারুন ইজহারের হয়ে কাজ করত আনসার