খান ও রানি বাহাদুরের ঘরে অতিথি

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে লাল তালিকাভুক্ত স্তন্যপায়ী প্রাণী বনগরু। এই প্রাণীর সায়েন্টিফিক নাম বস গৌরাস। এই বনগরুর প্রজননে সফলতা দেখিয়েছে কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। পার্কের আবদ্ধ পরিবেশে এবার একসঙ্গে দুটি বাচ্চা প্রসব করেছে রানি বাহাদুর। পার্ক কর্তৃপক্ষ একে মাইলফলক হিসেবে দেখছে।
আট বছর আগে পার্কে প্রথম আনা হয় পুরুষ বনগরু। পার্কে আনার পর সেই বাচ্চার নাম রাখা হয় খান বাহাদুর। তিন বছর পর সঙ্গী হিসেবে বেষ্টনীতে স্থান হয় স্ত্রী লিঙ্গের আরেকটি বনগরুর। সেটির নাম দেওয়া হয় রানি বাহাদুর। এরপর থেকে পার্কে তিন দফায় চারটি বনগরুর প্রজনন হয়। এর মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী। সর্বশেষ গত শুক্রবার বনগরু দম্পতির সংসারে আসে একটি পুরুষ ও একটি স্ত্রী বাচ্চা। এ নিয়ে পার্কে বনগরুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। দুই অতিথিকে নাগালে রাখছে রানি বাহাদুর।
সংশ্লিষ্টরা জানান, বনগরুকে ভারতীয় বাইসনও বলা হয়। এর আদি নিবাস বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। পুরুষ বনগরু প্রায় ২৫ বছর ও স্ত্রী বাঁচে প্রায় ২৩ বছর। পার্কে থাকা ১৫ বছর বয়সের পুরুষ বনগরুটির ওজন বর্তমানে ১ হাজার কেজি ছাড়িয়েছে। সাড়ে ৯ বছর বয়সের স্ত্রী বনগরুর ওজন প্রায় হাজার কেজি।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি লাল টুকটুকে বাচ্চা পার্কের পর্যটক-দর্শনার্থীর জন্য বাড়তি আনন্দের খোরাক হয়েছে।
পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাচ্চা দুটি সুস্থ ও সবল রয়েছে। নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। প্রায় সাত মাস পর্যন্ত মায়ের দুধ খেয়ে বড় হবে বাচ্চাগুলো।
পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী আজাদীকে বলেন, এ নিয়ে পার্কে বর্তমানে দুটি বাচ্চা এবং চারটি প্রাপ্তবয়স্ক বনগরু রয়েছে।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, ১৯৮৬ সালে বিশ্বজুড়ে বনগরুকে লাল তালিকার (বিপন্ন) প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (আইইউসিএন)। আমাদের দেশেও বর্তমানে বনের মধ্যে এই গরু দেখা যায় না। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে স্ত্রী লিঙ্গের আরো একটি বনগরুর বাচ্চা প্রসব করার সময় হয়েছে। ওটি খান বাহাদুর ও রানি বাহাদুর দম্পতির প্রথম বাচ্চা।

পূর্ববর্তী নিবন্ধশিশির ও মৌ’র নতুন পথচলা আজ থেকে
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেতাসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা