খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবানে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের (২৯৮, ২৯৯ ও ৩০০) তিন সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮ জন প্রার্থী। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নিজ নিজ আসনের জেলা রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন জমা দেন তারা। তাদের মধ্যে খাগড়াছড়িতে ১৫ জন, রাঙামাটিতে ৮ জন এবং বান্দরবানে ৫ জন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া জামায়েত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানজিলা ঝুমা মনোনয়নপত্র জমা দেয়নি।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, ২৯৯ নং রাঙামাটি আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৩ জন প্রার্থী।

গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফীর কাছে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জামায়াত মনোনীত প্রার্থী মোখতার আহম্মদসহ বেশিরভাগ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে এর আগেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি ৭ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জামায়াতের মনোনীত প্রার্থী মোখতার আহম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

তবে জাতীয় নাগরিক পার্টিএনসিপি মনোনীত প্রার্থী প্রিয় চাকমা, জাকের পার্টির মনোনীত প্রার্থী আ. হক মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমা ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমা ও কল্যানপ্রিয় চাকমা নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ৮টি। এই ৮টির মধ্যে ৭টি রাজনৈতিক ও একটি স্বতন্ত্র। এছাড়া আমাদের উপজেলাগুলোতে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। সর্বমোট ১৩টি মনোনয়নপত্র নেয়া হলেও জমা পড়েছে ৮টি।

অন্যদিকে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষদিনেও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সমর্থনে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেনি। এতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে আঞ্চলিক রাজনৈতিক দলের কোনো প্রার্থী নেই।

বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, ৩০০ নং বান্দরবান আসনে বিএনপি, জামায়াত, এনসিপির সহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া আর নেই
পরবর্তী নিবন্ধফয়সালকে পালাতে ‘সহায়তাকারীর’ জবানবন্দি