খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে। গত বুধবার রাতে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরপরই বুধবার দিবাগত রাত ৩টার দিকে চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত চারজন আসামি হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এছাড়া আরো দুই আসামি মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) বর্তমান পলাতক রয়েছে। ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল শিক্ষার্থী ঘটনাটি জানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ করে। শিক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ১২ জুলাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে ঘটনাটি মেয়েটি পরিবারকে জানায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং মানসিক ভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলা হওয়ার পরপরই আমরা ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছি। বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরী এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ সদর হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর খোঁজ–খবর নেন ও তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের বিচারে ঐ শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে খাগড়াছড়িতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থী খাগড়াছড়ি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই ঘটনায় বিকেলে সূর্যশিখা ক্লাবের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি জেসলেন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপির সদর থানার সভাপতি সুশান্ত ত্রিপুরা, সাধারণ শিক্ষার্থী রোনাল ত্রিপুরা, যুব সমিতির সভাপতি ডালিম ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মনতোষ প্রমুখ।