খাগড়াছড়িতে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

মধ্যরাতে অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. আরিফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈদ্যটিলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। তিনি বলেন, মধ্যরাতের অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের কারণে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিম