খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরার সন্তান প্রাণটি ত্রিপুরা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, “সকালে ঐ তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। এরপর ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে গিয়ে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেনে আসে।
তবে এই ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি।