খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি অক্ষত থাকলেও তার প্রাইভেট কারের পেছনের কাঁচ ভেঙে যায়। এসময় জেলা বিএনপির সহ–সভাপতিসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় জেলা বিএনপি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকার নারিকেল বাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টার এক পর্যায়ে আক্রান্ত হয় নোমানের গাড়ি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান গাড়ি বহর নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলার শিকার হন। এতে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহ–সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএমএইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি–জামাতের দেশব্যাপী সন্ত্রাস–নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে শহরে উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা হয়। এছাড়াও জেলার মাটিরাঙা, রামগড়, লক্ষ্মীছড়ি, দীঘিনালা, মহালছড়ি, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর ও জিরো মাইলে বিক্ষিপ্ত হামলায় আরো অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার।