সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪ ইউপির মধ্যে কেবল একটি ইউপিতে জয় পেয়েছে নৌকার মনোনীত প্রার্থী। বাকি ৩ ইউপিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া পানছড়ি সদর ইউপির দুইটি কেন্দ্র স্থগিত করায় চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়নি।
এদিকে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মনিন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন মাত্র ৯৬ ভোট। ভোট গণনা শেষে রিটানিং কর্মকর্তা রিকল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। রিটানিং কর্মকর্তা স্বাক্ষরিত বার্তা প্রেরণ শিটে দেখা যায়, চেঙ্গী ইউনিয়ন পরিষদে মোট ভোটার ৬ হাজার ৭শ ৭৯ ভোট। এর মধ্যে ৫৪০১ জন ভোটার ভোট দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীকে ১৪শ ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।