খাগড়াছড়িতে অ্যাডভেঞ্চার প্রেমী হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অ্যাডভেঞ্চার প্রেমী রোভার সদস্যদের নিয়ে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। অজানাকে জানার উদ্দেশ্যে হাইকিং করেছে ৭০ জন
রোভার সদস্য। খাগড়াছড়ি জেলা রোভার এই অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম। শেষে ৭০ জন রোভার ও গার্লইন রোভার সদস্য জেলা স্কাউট ভবন থেকে আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এসময় তারা গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে যাত্রা করে। মূল গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিটি গ্রুপকে কম্পাস ও কদম হিসাব, দঁড়ির কাজ, গুপ্তধনসহ বিভিন্ন ধাপ পাড়ি দিতে হয়।

হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের মূল পর্ব শেষে আলুটিলা পর্যটন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মো. বাতেন। তিনি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করার দাবি
পরবর্তী নিবন্ধপ্রত্যেক ধর্মের অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে সরকার আন্তরিক