খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল বৃহস্পতিবার পৌর টাউন হলে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সভায় পার্বত্য চট্টগ্রামে বৃক্ষের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে উল্লেখ করে বড় ধরণের দুর্যোগের কবলে পড়ার আগে পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। মেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি উদ্যোগে পরিচালিত নার্সারীর ২৫টি স্টল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধখুলশীতে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার