খাগড়াছড়িতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমে সচেতনতা বাড়াতে পুলিশের উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সচেতনতা বাড়াতে নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি শুরু করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের পর জেলা পুলিশের উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়। পুলিশ সুপার মুক্তা ধর কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা প্রতিটি মোটরসাইকেলে নো হেলমেট নো ফুয়েল স্টিকার লাগিয়ে দেন পুলিশ কর্মকর্তারা। একইসাথে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন। এ সময় ফিলিং স্টেশনের মালিক কর্মচারীদেরও হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের তেল না দেয়ার আহবান জানান। কার্যক্রমের সম পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব থানার আওতাধীন এলাকার এ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রত্যেক মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি কয়েকজন সেনাকে বন্দি করার দাবি হামাসের
পরবর্তী নিবন্ধরাখাল তালুকদার