খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ট্রিং উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:২০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৪৩১ ত্রিপুরাব্দ বর্ষপঞ্জির প্রথম দিন তালহিং বা ট্রিং উৎসব উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ট্রিং উৎসব শুরু হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় একুশে পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়য়া নৃত্যসহ সাংস্কৃতিক সন্ধ্যা ছিল উৎসবকে ঘিরে।
আয়োজকরা জানান, ৫৯০ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর ত্রিপুরা রাজা হামতরাপা ত্রিপুরা বর্ষপঞ্জির প্রথম দিন হিসেবে উদযাপন করেন। এরপর থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা ত্রিপুরা সম্প্রদায় এ দিনকে তালহিং বা ট্রিং উৎসব হিসেবে পালন করে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
পরবর্তী নিবন্ধচাবি না দেয়ায় চন্দনাইশে ব্যাংকের নাইটগার্ডকে কুপিয়েছে দুর্বৃত্তরা