খাগড়াছড়িতে চার জনগোষ্ঠীর সমন্বয়ে সাংস্কৃতিক উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে মাতৃভাষা দিবস উপলক্ষে চার জনগোষ্ঠীর সমন্বয়ে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে পিটাছড়া পাঠাগার। যেখানে বাংলার পাশাপাশি ত্রিপুরা ,মারমা ও চাকমা ভাষায় গান, নৃত্য, নাটক পরিবেশন করা হয়। বাঁশ ও চটে তৈরী নান্দনিক খোলা মঞ্চের সামনে কয়েকশ বিভিন্ন ভাষাভাষি মানুষের উপস্থিতিতে পরিবেশন করা হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ‘আমার ভাষা, আমার গর্ব’ শিরোনামে এমন আয়োজন করেছে মাটিরাঙ্গার দুর্গম জনপদে শিক্ষা প্রসারের বাতিঘর পিঠাছড়া পাঠাগার। শুক্রবার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনে শতাধিক শিল্পী অংশগ্রহণ করে। গ্রামের বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা, মারমা ও ত্রিপুরা শিল্পীরা নিজস্ব ভাষায় গান, নৃত্য পরিবেশন করে। মাতৃভাষা দিবস ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ব্যতিক্রমী আয়োজন দেখতে ভিড় দূর দূরান্তে শত শত মানুষ। এমন বর্ণিল আয়োজন দেখে মুগ্ধ করা স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধ‘জীবনের গল্প’ নিয়ে আসছেন ফেরদৌস ওয়াহিদ
পরবর্তী নিবন্ধমুক্তি পেলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’