খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিএন্ডবি) পরিত্যক্ত মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সিএন্ডবি মাঠে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে মাঠে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।