ক্ষুধিত চাঁদ কুমকুম দত্ত | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ ভাতের থালায় ডুবে যায় ক্ষুধিত চাঁদ বসন্তে নীল জামা আকাশের ; ভাতগুলো দুষ্ট ক্ষত পোড়া নক্ষত্রের এখন পাষাণ প্রেমহীন মানুষের গাণিতিক হৃদয়।