কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুতে সহায়তার অংশ হিসেবে তাদের অর্থায়নে আরও পাঁচ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। গতকাল মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণের অর্থ বিতরণ করা হবে। খবর বিডিনিউজের।
এই প্রকল্পের আওতায় পিকেএসএফ ইতোমধ্যে তাদের ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে সারাদেশের ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্র উদ্যোগে অর্থা্য়ন করেছে। এর ফলে গ্রামীণ এলাকায় ৯১ হজার ৪৩০ জনের কর্মসংস্থান হয়েছে।
এডিবি আশা করছে, নতুন ঋণর অর্থে পিকেএসএফ কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত আরও ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ণ করতে পারবে, যেগুলোর ৭০ শতাংশ নারীদের দ্বারা পরিচালিত।