ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতায় মুগ্ধতা

প্রেসিডেন্সি স্কুলে বিজ্ঞান মেলা

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহারে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞান মেলার। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলোকে বিভিন্ন প্রজেক্ট, যন্ত্রপাতি, সচেতনামূলক পোস্টার ও নানান মজার মজার উপস্থাপনার মাধ্যমে এ মেলায় অংশগ্রহণ করে।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে হতে হবে বিজ্ঞান প্রজন্ম। দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। বিজ্ঞান শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যথাযথ ভূমিকা রাখা দরকার। তিনি বলেন, বরাবরের মত প্রেসিডেন্সি স্কুলের এ আয়োজন রীতিমত মুগ্ধ জাগানিয়া। বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ; বিশেষ করে একেবারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদেরও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।
উদ্বোধনের পরপরই দর্শনার্থী-অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। পিছিয়ে ছিল না ক্ষুদে শিক্ষার্থীরাও। দারুণ উৎসাহে প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখে তারা। খুঁটিনাটি জেনে নিতে প্রশ্নও করতে দেখা যায় এসব ক্ষুদে শিক্ষার্থীদের। মেলায় প্রদর্শিত হয় ১৫৫টি প্রজেক্ট। মেলায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, মেলার আহ্বায়ক নাসিমা খানমসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে দুদিনব্যাপী বই মেলা শুরু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার