ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি : খসরু

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি।’ তিনি আরও বলেন, ‘আমাদের আগামী দিনের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, সেটাই হবে আমাদের কর্মসূচির কেন্দ্রবিন্দু। নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বাজেট কোথা থেকে আসবে, তা নিয়েও বাস্তববাদী চিন্তা করেছে বিএনপি।’ গতকাল রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশএ ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। খবর বাসসের।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে, যাতে দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বাড়াতে হবে। প্রত্যন্ত এলাকায় নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের কাজকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবন যাপনের চিত্র পাল্টে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বাসের ধাক্কায় স্কুল ছাত্রী আহত, মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধনারীরা যখন সুযোগ পায়, জাতির ভবিষ্যৎ বদলে দেয় : প্রথম বক্তৃতায় জাইমা