হাতে হাত ধরে আমরা অন্ধকার সিঁড়ি বেয়ে একদিন
উঠে যাবো অন্য এক গ্রহে,
যেখানে আগ্রহভরে অপেক্ষায় বসে থাকবে
সুন্দরের অদৃশ্য চুম্বক।
তার আগে অন্ধকারে কিছুক্ষণ দাঁড়াবো,
যেখানে পাতার পাশে পাতা,
ছায়াহীনতার পাশে ছায়া।
দু’দণ্ড শান্তির মতো পুরাতন ক্ষতচিহ্ন এক
খুঁজে নেবো অন্ধকারে- প্রিয় অন্ধকারে
তর্জনির ছোঁয়া দিয়ে নয়; ঠোঁট দিয়ে-
যেভাবে উপকথায় ওষ্ঠ দিয়ে বিষ তুলে নেয়।
তারপর অন্ধকার পার হয়ে উঠে যাবো আলোকিত গ্রহে,
পরস্পর দেখে নেবো পরিতৃপ্ত চোখের বিদ্যুৎ।
তারপরও জানি
অন্তরের ক্ষতচিহ্নে উপনীত হওয়া আর কখনো হবে না।
তবে কি দৈব-বশে একদিন নিজেই বলেছি-
আমার আসতে একটু দেরি হতে পারে!