কুয়াশা মোড়ানো আকাশ
চারিদিকে নিস্তব্ধ
ঠিক তখনি তোমার আবির্ভাব
চরম অন্ধকারে অশ্রুভেজা চোখ মুছে দিয়ে তুমি
মমতায় আলোর পরশ দিয়ে বুকে টেনে নিলে।
মর্মর পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো
ঔজ্বল্য ছড়ানো অন্যলোকের আত্মা।
বুড়িগঙ্গার তীরে কুড়িয়ে পাওয়া
মহাকালের মুক্তো শুধু নয় এ যে
সূর্যকে থামিয়ে দিতে পারে
এমন তেজদীপ্ত জোৎস্না রাশি রাশি সাথে।
গ্রহতারার বিপুল বৈরী ফাঁদে
জ্বলে পুড়ে চাই ভস্ম হবো
রাধা তুমি বড়ই বহৃিময়
কৃষ্ণ কে আজ ভয়ার্ত হাসিতে করছে যাদু টোনা।
হাঁসফাঁস বুকে বিচ্ছুরিত প্রণয় মরণ
আগুন জ্বালাতে শীর্ণ বিবর্ণ ক্লীষ্ট জীবন।