নিত্যপণ্যের বাজার মূল্য সহনীয় রাখা ও গণপরিবহণে ভাড়া নৈরাজ্য বন্ধে প্রধানমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের নির্দেশনার মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়ন নিশ্চিত হওয়া দরকার বলে মনে করছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতৃবৃন্দ। ৪ ডিসেম্বর নগরীর চকবাজার গুলজার মোড়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানা কর্তৃক আয়োজিত নিত্যপণ্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচিতে বিভিন্ন নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।
ক্যাব চকবাজার থানার আহবায়ক কাজী রাজিশ ইমরানের সভাপতিত্বে ক্যাব সংগঠক ও প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ গবেষক ড. ইদ্রিস আলী, মিথুল দাশ গুপ্ত, কাজী ইকবাল বাহার ছাবেরী, প্রকৌশলী হাফিজুর রহমান, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, মুহাম্মদ জানে আলম, এবিএম হুমায়ুন কবির, মাবজুলুল বারী খসরু, জামাল খান, হেলাল চৌধুরী, হাসিনা আক্তার টুনু, চৌধুরী কেএনএম রিয়াদ, হাফিজ খান, অনিকা কামাল, অ্যাডভোকেট শাকিল আজম, মোহাম্মদ আজম, মুহাম্মদ সেলিম, আলী নেওয়াজ খান পারভেজ, মেহেরুন্নেসা খানম, সাজেদা বেগম, আজম খান, আরিফ উদ্দীন, ফরহাদুল হাসান মোস্তফা, শাহাতাদ হোসেন পিন্টু, ইশতিয়াক আহমদ, শাখাওয়াত হোসেন রিপণ সিং, ফাহাদ আবদুস সালাম, পারভেজ আলম, ইলিয়াছ নিশান, সুমন সিং, জয়ন্ত চৌধুরী, বাদল মিয়া, এরশাদ মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












