ক্যান্সার আক্রান্ত শিফা বাঁচতে চায়

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

চকরিয়াস্থ ভেওলা মানিকচর ইউনিয়নের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠান অনুশীলন একাডেমীর মেধাবী ছাত্রী তাজরিবা আলম শিফা। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিয়ার চর গ্রামের শাহ আলম এবং সেলিনা সুলতানা দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে ছোট জন শিফা ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। এই পরীক্ষার জন্য ছিল তার সবধরনের প্রস্তুতিও। কিন্তু গত ২ মে চমেক হাসপাতালের এক মেডিকেল রিপোর্টে তার সাজানো জগতটা এলোমেলো হয়ে যায়। চিকিৎসকরা জানান, তার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য নিউরো এক্টোডার্মাল টিউমার (ক্যান্সার)। তাদের পরামর্শে তাকে পাঠানো হল ঢাকার কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। এখানকার মেডিকেল বোর্ড জানায়, তাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন দরকার। এজন্য প্রয়োজন কমপক্ষে আড়াই-তিন লাখ টাকা। কিন্তু মেয়ের চিকিৎসার পেছনে এরই মধ্যে সাবেক প্রবাসী শাহ আলম নিজের সকল সঞ্চয়ের পুরো টাকা খরচ করে ফেলেছেন। করতে হয়েছে ধার-দেনাও। এমতাবস্থায় অসহায় পরিবারটি আদরের একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : শাহ আলম (পিতা)- ০১৮৬০০১৭৮২৮ (বিকাশ)। তানজিদ শিফাত (ভাই)- ০১৮১৬৭৬৮০৭৪ (বিকাশ)।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন
পরবর্তী নিবন্ধবিত্তশালীরা এগিয়ে আসলে কর্মহীন মানুষ কষ্ট পাবে না