এ যেনো সুজন হরবোলা
নানা সুরে ডাকে
পাখির আহবান।
সমুদ্র থেকে মহাসমুদ্রে
মহাগমন!
ইস্রাফিলের শিঙ্গায়
ফুঁ দেয়ার আগেই রণভঙ্গ!
আমার ক্যানভাসে সাতরঙের
ছন্দে, সুরের মেলায়
রঙধনুর আহবান।
অনেক বৃষ্টির পরে
রঙধনুর দেখা মিলবে?
প্রতীক্ষার পালা শেষ হোক এবার!