কবি আল মাহমুদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন এক স্মরণানুষ্ঠান আয়োজন করেছে। এ আয়োজনে অতিথি আলোচক থাকবেন বিশিষ্ট কবি ইকবাল করিম রিপন এবং কবি ও প্রাবন্ধিক মাইন উদ্দিন জাহেদ। অনুষ্ঠানসূচিতে আরও রয়েছে ক্বণন পরিবারের এবং আমন্ত্রিত শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা। আয়োজন কমিটির আহ্বায়ক ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরীর পক্ষে অনুষ্ঠানে সবাইকে সবান্ধব উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।