পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে হাটহাজারীর মাদার্শা ফুটবল একাডেমি। গতকাল প্রথম রাউন্ডের খেলায় তারা তিনবারের চ্যাম্পিয়ন কিশোয়ান এফসিকে টাইব্রেকারে ৫–৩ গোলে পরাজিত করে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে দুই প্রতিদ্বন্দ্বী দল শৈল্পিক ফুটবল খেলে পুরো মাঠ মাতিয়ে তুলেন। দুই দলের নান্দনিক ও গতিময় ফুটবল খেলায় মেতে উঠে হাজারো দর্শক। খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের ফলে দুই দলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলেন আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। উভয় দলের খেলোয়াড়রা বার বার আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোলপোষ্টের সামনে থেকে নাইজেরিয়ান খেলোয়াড় কেসি’র জোরালে শটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়ন কিশোয়ান এফসি। পরে পেনাল্টি পেয়ে সহজ গোলে খেলায় সমতায় ফেরায় হাটহাজারী মাদার্শা একাডেমি। নির্ধারিত সময়ে দু’দলের খেলা ১–১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। হাটহাজারী মাদার্শা ফুটবল একাডেমির গোলরক্ষক ওখাই সিং কে’র নৈপুণ্যে তারা টাইব্রেকারে কিশোয়ান এফসিকে ৫–৩ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি এবিটস’র প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু হাটহাজারী মাদার্শা ফুটবল একাডেমির গোল রক্ষক ওখাই সিং কে’র হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন এবিটস কর্মকর্তা আজিজুল হক, জসিম উদ্দিন বাবু, আবু তাহের ইমু, সাইফুল ইসলাম সাইফু, এবিটস নির্বাহী কমিটির চেয়ারম্যান সোহেল সাগর, সচিব কুতুব রানা, আরিফুর সুমন, সেলিম রেজা, মুহাম্মদ ফোরকান, মো: জাহাঙ্গীর, নজরুল ইসলাম নিলয়, আজিজুল হক, মামুন উদ্দিন জীবন, রায়হান উদ্দিন বোরহান, জিএম বাবু, মিনহাজ, শহিদ, নওশাদ, ইমতিয়াজ, হেলাল, সিফাতুল ইসলাম, এনাম উদ্দিন।