কোয়ালিটি নক আউট উন্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

কোয়ালিটি নক আউট উন্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। সারা দেশ থেকে ৩২টি দলের অংশগ্রহণের মাধ্যমে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর চেয়ারম্যান এবং সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর হেড কোচ আশরাফুল হোসাইন রবিন, সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপকবৃন্দের মধ্যে আনিসুর রহমান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর জমিল উদ্দীন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, আবদুল্লাহ আল মাহমুদ খোকন, মোখলেসুর রহমান, বেদারুল ইসলাম এবং কোয়ালিটি স্পোর্টস এর উপদেষ্টা মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর পরিচালক কামরুল হাসান। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে কে কে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বোলিং করার সিন্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে কে কে স্পোর্টিং ক্লাব ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৩ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয় নিশ্চিত করে। দলের পক্ষে জসিম ৪ ওভারে ১৯ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়। খেলা শেষে ম্যান অব ম্যাচ এর পুরস্কার তুলে দেন হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দীন খাঁন। দিনের দ্বিতীয় খেলায় ইমাম নগর ক্লাব ৪৫ রানে জে এফ জি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জে এফ জি ক্রিকেট ক্লাব ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয়। জবাবে জে এফ জে ক্রিকেট ক্লাব মাত্র ৫৬ রানে অল আউট হয়ে যায়। ইমাম নগরের পক্ষে সাজ্জাদ ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসান এবং উদীয়মান ক্রিকেট একাডেমির হেড কোচ ফিরোজ খান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হলো যারা
পরবর্তী নিবন্ধসেরা মাঠকর্মীর পুরস্কার পেয়ে আপ্লুত বেলাল