প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হলো যারা

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রিমিয়ার কাবাডি লিগে এ লিগে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো হলো: ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম কাস্টমস স্পোর্টস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম)। ১ম বিভাগ কাবাডি লিগে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো হলো: বাকলিয়া একাদশ, ইয়ং স্টার ক্লাব, কল্লোল সংঘ, কল্লোল সংঘ গ্রীন, চট্টগ্রাম আবাহনী লি:, সেবা নিকেতন, চবক ক্রীড়া সমিতি সাদা, নবীন মেলা, উল্লাস ক্লাব, শতদল জুনিয়র, সাউথ এন্ড ক্লাব এবং মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলা টিটি দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধকোয়ালিটি নক আউট উন্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু