ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচটা বিরাট কোহলি খেলতে পারছেন দেশের মাটিতে। স্বাভাবিকভাবে দারুণ রোমাঞ্চিত সাবেক ভারত অধিনায়ক। বললেন, কখনও ভাবতেই পারেননি এমন মুহূর্ত তার জীবনে আসবে। ২০১১ সালের জুনে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে পা রাখেন কোহলি। সময়ের পরিক্রমায় এখন তিনি টেস্ট খেলার সেঞ্চুরির দুয়ারে। শ্রীলংকার বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া মোহালি টেস্ট তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট। ভারতের দ্বাদশ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁতে যাচ্ছেন তিনি। ম্যাচের আগের দিন দেওয়া সাক্ষাৎকারে কোহলি ফিরে তাকালেন তার ক্যারিয়ারে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, এটি তার নিজের, তার পরিবার ও তার কোচের জন্য বিশেষ মুহূর্ত হতে চলেছে। ‘সত্যি বলতে কখনও ভাবিনি আমি ১০০ টেস্ট খেলব। এ পর্যন্ত যাত্রাটা ছিল দীর্ঘ। এই ১০০ টেস্টের মধ্যে আমরা অনেক ক্রিকেট খেলেছি। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি কৃতজ্ঞ যে ১০০ টেস্ট খেলার সুযোগ পাচ্ছি।
ঈশ্বরের আশীর্বাদ আছে। ফিটনেস নিয়ে আমি প্রচুর খেটেছি। এটা আমার নিজের, আমার পরিবার এবং আমার কোচের জন্য বড় একটা মুহূর্ত। যতটুকু জানি এই টেস্ট ম্যাচ নিয়ে তিনি (কোচ) খুব খুশি ও গর্বিত।’