ওয়ানডের মতো টি-টোয়েন্টি অভিষেকও সুখকর হলো না ইয়াসির আলি রাব্বির

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের আশে পাশে ঘুরছেন ইয়াসির আলি রাব্বি। যদিও টেস্ট অভিষেক হয়েছে তার গত বছর নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে দুই ইনিংসে করেছিলেন রাব্বি ৪ এবং ৩৬। অবশ্য দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করার পর আহত হয়ে মাঠ ছেড়েছিলেন। পরে আর ফিরতে পারেননি। তিন মাসের ব্যবধানে সেই চট্টগ্রামে হলো ওয়ানডে অভিষেক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যাপ পরেন রাব্বি। তবে সুখকর হয়নি ওয়ানডে যাত্রাটা। প্রথম ম্যাচে ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি রাব্বি। কিন্তু গুরুত্বপূর্ন হয়ে উঠা তৃতীয় ম্যাচেও ব্যর্থ এই মিডল অর্ডার ব্যাটার। অথচ দলের কঠিনতম সে সময়ে ৪ বল খেলে ফিরেছেন এক রান করে। ক্যারিয়ারের প্রথম দিন ম্যাচে রাব্বি রান করেছেন এক। যেখানে একটি ম্যাচ তাকে খেলতে হয়নি। অর্থাৎ দুই ম্যাচে চট্টগ্রামের এই ব্যটারের রান এক।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো রাব্বির। এই ম্যাচেও বাংলাদেশ এক সময় চাপের মধ্যে পড়েছিল। আর সে চাপ থেকে নিজেকে বের করতে পারেননি রাব্বি। চাপের মুখে আরো একবার অভিষেক ম্যাচে ভেঙ্গে পড়লেন রাব্বি। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ৭৫ নাম্বার ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ররাব্বির। কিন্তু টেস্ট এবং ওয়ানডের মত টি-টোয়েন্টি অভিষেকেও বিবর্ণ এই ব্যাটার। গতকাল তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ৭ বল খেলে একটি চারের সাহায্যে ৮ রান করে রান আউট হন রাব্বি। ফলে তিন ফরম্যাটের অভিষেক ম্যাচে তার রান দাড়াল ৪৮। অথচ ইয়াসির আলি রাব্বিকে বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভাবা হয়। কিন্তু তিন ফরম্যাটের অভিষেকেই নিজেকে রাঙাতে পারলেননা এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে আরো একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে আগামীকাল। সে ম্যাচে সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা রাব্বি সেটাই এখন দেখার। এই সিরিজের পর বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সে দলেও নিশ্চয় থাকবেন রাব্বি। তাই কঠিন সে সফরের জন্য কতটা প্রস্তুত করতে পেরেছেন রাব্বি নিজেকে সেটাই এখন বড় প্রশ্ন।

পূর্ববর্তী নিবন্ধকোহলি কখনও ভাবেননি ১০০ টেস্ট খেলবেন
পরবর্তী নিবন্ধচিটাগাং রয়েলের জয়লাভ