কোরআন-হাদিসের আলোকে জীবন গড়তে হবে

রাঙ্গুনিয়ায় তাফসীরুল কুরআন মাহফিলে শায়খ সাকিব ইকবাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

হাজারও ধর্মপ্রাণ সুন্নী জনসাধারণের অংশগ্রহণে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল ও সুন্নী কনফারেন্স। গত শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে অংশ নিতে বিকাল থেকেই দূরদূরান্ত থেকে মানুষ আসতে থাকে। রাত ৯টার দিকে উপস্থিত মুসল্লিদের অপেক্ষার অবসান করে মাহফিলের মূল প্যান্ডেলে উপস্থিত হন আন্তর্জাতিক ইসলামিক স্কলার বিশ্ব বরেণ্য মুফাচ্ছিরে কোরআন শায়খ সাকিব ইকবাল হাফিজাহুল্লাহ। রাত সাড়ে ৯টার দিকে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা শুরু করেন তিনি। তিনি বলেন, ‘ইহকাল ও পরকাল দু’জাহানে শান্তি পেতে কোরআনহাদিসের আলোকে জীবন গড়তে হবে। প্রকৃত নবীপ্রেম (সা🙂 ঈমানের পূর্বশর্ত।’ মরহুম আলহাজ্ব আহমদ শকুর পরিবারবর্গের আয়োজনে এবং আঞ্জুমানএ ছওয়াদে আযমের সহযোগিতায় আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা ওবায়দুল মোস্তফা নঈমী। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। বক্তব্য দেন আঞ্জুমান এ ছওয়াদে আজমের সভাপতি এমরুল করিম রাশেদ, আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোজাহেরুল হক রফিক, মোজাম্মেল হক ফরিদ ও মো. রাশেদ। ধর্মীয় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ অছিউর রহমান কাদেরী, সাইফুল ইসলাম আযহারী, হাসান আযহারী, সাইফুল ইসলাম বারী, সাখাওয়াত রেজা কাদেরীসহ প্রখ্যাত আলেমওলামাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখিরাম-নানুপুর নির্বাচনে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী