কোয়ার্টার ফাইনালে পটিয়া মোহামেডান

এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার বিকেলে জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩১ গোলে লোহাগাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে ড্র হওয়ায় খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে দুটি গোল ঠেকিয়ে দিয়ে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক জাকারিয়া। খেলা শেষে এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন এবিটস’র নির্বাহী কমিটির সচিব কুতুব উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন জায়দুল হক চৌধুরী তপু।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবী বিনোদ বিহারীর ম্যুরাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধমোহামেডানের জয়রথ ছুটছেই