কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:১৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে উপজেলার কমিউনিটি লিডার ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতারের সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। প্রকল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে উপস্থাপন করেন এডাব খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী মাসুদ করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ। উন্মুক্ত আলোচনায় মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, হেডম্যান, কারবারি, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের ফোকাল পারসন স্বাগতম বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন টিম লিডার সুরেশ বিকাশ চাকমা ও ভলান্টিয়াররা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টায় সেবাকার্যক্রমকে আরো বেগবান করতে হবে
পরবর্তী নিবন্ধমা-মেয়ের একই দিনে জন্মদিন, সেরা প্রাপ্তি