জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০র সম্মেলনে অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোর সহজে কোভিড-১৯ টিকা পাবার নিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনলাইনে অনুষ্ঠিত সম্মেলনে সব দেশের নেতারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকার ন্যায্য বিতরণে প্রতিশ্রুতি দিলেও মেরকেল দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে অগ্রগতির পরিমাণ খুবই সামান্য উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন। খবর বিডিনিউজের।
গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির সঙ্গে আলোচনায় তিনি এ প্রসঙ্গটি তোলারও আশ্বাস দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। কখন এ সংক্রান্ত আলোচনা শুরু হবে তা নিয়ে গ্যাভির সঙ্গে কথা বলবো আমরা। কেননা, এ প্রসঙ্গে যে এখন পর্যন্ত কিছুই হয়নি তা নিয়ে আমি একরকম উদ্বিগ্ন, বলেছেন মেরকেল।
যুক্তরাষ্ট্র ১১ ডিসেম্বর থেকে তার দেশের কিছু নাগরিককে টিকা দেওয়া শুরু করতে পারে-এমন ঘোষণা আসার পর জার্মান চ্যান্সেলর দরিদ্র দেশগুলোর সহজে টিকাপ্রাপ্তির সম্ভাবনা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করলেন। বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর এবারের সম্মেলনের আয়োজক দেশ সৌদি আরব। মহামারীজনিত পরিস্থিতিতে চলতি বছর সম্মেলনের বৈঠকগুলো অনলাইনেই করতে হয়েছে। সম্মেলনে বিশ্বের ধনী দেশগুলো কোভিড-১৯ মহামারীর কারণে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কীভাবে তা দেওয়া হবে তার বিস্তারিত জানায়নি। গত বছরের ডিসেম্বরে চীনে আবির্ভূত হওয়ার পর এরই মধ্যে বিশ্বের প্রায় ৬ কোটি মানুষের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে প্রায় ১৪ লাখ মানুষের।