কোপা জয়ী মেসিরা আর্জেন্টিনায়

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৮ বছর পর কোন বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকা কাপের শিরোপা জয়ের পর বিশ্বকাপ অন্তত ৫টি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও একবার শিরোপা জেতা হয়নি আলবেসেলেস্তাদের। বরাবরই ফিরতে হয়েছে খালি হাতে। তাছাড়া বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির ক্যারিয়ারে নানা রেকর্ড থাকলেও দেশের হয়ে কোন ট্রফি উচিয়ে ধরতে পারেননি। শেষ পর্যন্ত সে অপেক্ষার অবসান হয়েছে। মেসির হাতে উঠল কোপা আমেরিকা কাপের শিরোপা। তাও আবার ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে। তাই এই ট্রফি জয়ের আনন্দটা যেন দ্বিগুন আর্জেন্টাইনদের জন্য। রোববার ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা কাপের শিরোপা জয়ের পর সে রাতেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হয় আর্জেন্টিনা ফুটবল।
সবাই বুয়েন্স আয়ার্সে গেলেও অধিনায়ক লিওনেল মেসি নিজের জেট বিমানে করে গেছেন তার শহরে। বিমান বন্দর থেকে শুরু যে রাস্তা দিয়ে আর্জেন্টিনার ফুটবলারদের বহনকারী গাড়ি গেছে সবখানেই ছিল আর্জেন্টাইনদের ঢল। সবাই কোপা জয়ী বীরদের অভিনন্দন জানাতে মুখিয়ে ছিলেন। করোনার প্রকোপকে হার মানিয়ে আর্জেন্টাইনরা হাজির হয় রাস্তায়। তবে কোপা জয়ী মেসিদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল দেশটির রাষ্ট্রপতির। কিন্তু করোনাকালে ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সে সংবর্ধনা স্থগিত করা হয়েছে। ফলে ফুটবলাররা যে যার যার বাড়িতে ফিরে গেছে। তবে সেখানেও ভক্তরা অভিনন্দিত করেছে ফুটবলারদের। মেসিকে বরণ করতে তার স্ত্রী হাজির ছিলেন বিমান বন্দরে। আর বাড়িতে অধীর অপেক্ষায় ছিল তার তিন সন্তান। শেষ পর্যন্ত শেষ ঘরে ফিরে তার পরিবারের সাথে প্রথমে কোপা কাপ জয়ের আনন্দ ভাগাভাগি করেন। এরপর পাড়া প্রতিবেশী সবাই আসে মেসিতে শুভেচ্ছা জানাতে। মেসি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অটোগ্রাফ দেন। বলতে গেলে দারুন সময় পার করছে এখন আর্জেন্টিনা ফুটবল দল।

পূর্ববর্তী নিবন্ধইতালির সমর্থকদের বেধড়ক মারধর করলো ইংলিশরা
পরবর্তী নিবন্ধইউরোর সেরা খেলোয়াড় গোলরক্ষক দোন্নারুম্মা